সীতাকুণ্ডে ৪ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্স না থাকায় চার গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৬ জুন) পৌরসভা বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

অভিযানে এসবি গ্যাস হাউসকে পাঁচ হাজার,
মেঘনা ট্রেডিং কর্পোরেশনকে পাঁচ হাজার, জোহরা ইলেক্ট্রিককে পাঁচ হাজার এবং জাফর ইলেক্ট্রিক অ্যান্ড গ্যাস সাপ্লায়ার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ‘অভিযানের খবর পেয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm