সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুস সালাম (৬৫) ও রাজেশ মিঠু (৪৫)। নিহতের মধ্যে আব্দুস সালামের বাড়ি কিশোরগঞ্জের সর্দার হাট এলাকায় ও মিঠুর বাড়ি নোয়াখালীর লালপুর এলাকায়।

বুধবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাশেম জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. মনিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বুধবার দুপুর ১২টার দিকে মিরসরাই থেকে আসবাবপত্র নিয়ে একটি পিকআপভ্যান চট্টগ্রামের হালিশহরের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাসেম জুটমিল এলাকায় অতিক্রম করার সময় সড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যান যাত্রী আব্দুস সালাম (৬৫) নিহত হয়। এ সময় আহত হয়েছেন রাজেশ মিঠু নামের আরও এক যাত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজেশ মিঠুর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!