চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় একটি ১৮ চাকার লরিতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে লরির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখি এম এম টি ট্রান্সপোর্টের একটি রডবাহী লরি পৌরসভার পন্থিছিলা অতিক্রম করছিল। এ সময় দুর্বৃত্তরা গাড়িতে ককটেল নিক্ষেপ করে। এতে গাড়ির ইঞ্জিনের সামনের অংশে আগুন ধরে যায়।
এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনাস্থলে যান।
এর আগে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আলম কর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হাইওয়ে থানার এসআই মো. আমির হোসেন বলেন, ‘বুধবার সাড়ে ৩টায় সময় পৌরসভার পন্থিছিলা এলাকায় দুর্বৃত্তরা লরির ওপর ককটেল নিক্ষেপ করলে এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়।’
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
ডিজে