সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড উপজেলায় যমুনা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে গিয়ে মোহাম্মদ আবু বকর বয়স (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মোহাম্মদ আবু বকর গাইবান্ধা জেলার তারাপুর থানার খোদ্দা পোস্ট এলাকার লাল মিঞার পুত্র। শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় জাহাজের ওপর থেকে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আবু বকরকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এসএএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm