চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
রোববার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আইসসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম প্রবেশ লাল শর্মা (৫৫)। তিনি সীতাকুণ্ড থানার ভাটিয়ারি ৬ নম্বর ওয়ার্ডের মতিলাল শর্মার বাড়ির মৃত মতি লাল শর্মার ছেলে। ওই অক্সিজেন প্ল্যান্টে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।
প্রসঙ্গত, শনিবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্ল্যান্ট ও পাশের তিন তলা অফিস ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এমএফও/আইএমই