সীতাকুণ্ডে বরযাত্রীবাহী বাসের চাকা পাংচারে কিশোর নিহত, আহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাকা পাংচার হয়ে বরযাত্রী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রায়হান (১১) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত রায়হান ডবলমুরিং থানার ঈদগাহ মুন্সিপাড়ার ইমরান হোসেনের ছেলে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ যাত্রী। তারা হলেন দেলোয়ার হোসেন (৪০), আরফাত (৩) ও মিন্টু (২৫)। আহত তিন জনের নাম পাওয়া গেলেও বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের প্রত্যেকের বাড়ি ঈদগাহের মুন্সিপাড়ায়।

জানা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি ২৬ জন বরযাত্রী নিয়ে সীতাকুণ্ড থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গাড়ির চাকা পাংচার হলে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে (১১) মৃত ঘোষণা করেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে ২৬ জন বরযাত্রী নিয়ে একটি বাসের চাকা পাংচার হয়ে ৫ জন যাত্রী আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে রায়হান নামের এক কিশোরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!