সীতাকুণ্ডে পথচারীর কাছে মিললো ৯ লাখ টাকার ইয়াবা

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৪ মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদককারবারির নাম সজীব মোল্লা (৩৫)। তিনি নড়াইলের সদর থানার রাম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা দাউদ মোল্লার ছেলে।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সড়কের পাশে হাইওয়ে পুলিশ একটি চেকপোস্ট বসায়। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে সজীব মোল্লা নামের এক পথচারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৩২০০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!