চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ তারেক হোসেন (২৪) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির আরও চারটি মামলা রয়েছে।
তারেক উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামের নুর মোস্তফার ছেলে। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে এসময় একটি দেশে তৈরি পাইপগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (ইনটেলিজেন্স) সুমন বণিক বলেন, তারেক হোসেন ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ও ডাকাতিসহ আরো চারটি মামলা রয়েছে।