সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল ধাতব পিণ্ড, গর্ত হল ১৫ ফুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে প্রায় ৩০ কেজি ওজনের একটি ধাতব পিণ্ড মাটিতে পড়ে তৈরি হল ১৫ ফুট গভীর গর্ত। শনিবার (২১ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটেছে।

সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে ধাতব পিণ্ডটি তুলে আনেন। তারা জানান, এই বস্তুর ওজন প্রায় ৩০ কেজি।

সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল ধাতব পিণ্ড, গর্ত হল ১৫ ফুট 1

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে যায়। এই ইউনিটের সহকারী উপকমিশনার পলাশ কান্তি নাথ সাংবাদিকদের বলেন, ‘এটা নিরেট লোহার মতো বস্তু, উচ্চতা আনুমানিক তিন ফুট। আজ দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতলা ভবনের পাশে খোলা জায়গায় এটি এসে পড়েছে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!