চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী উপকূলীয় এলাকা থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তার হাত-পা বাধা ছিল এবং মুখে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের পানিতে হাত-পা বাধা অবস্থায় অর্ধগলিত এক যুবকের মরদেহ ভেসে আসে। মৃতদেহ দেখে স্থানীয়রা প্রথমে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নৌপুলিশ ও মানবিক সংগঠন গাউছিয়া কমিটির একটি টিম সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে।
এই বিষয়ে কুমিরা নৌপুলিশের এসআই এনামুল হক বলেন, ‘ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাধা অবস্থায় লাশটি ছিল। ধারণা করা হচ্ছে, লাশটি কয়েকদিন আগের।’
তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।’
ডিজে