চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ ধাম মহাতীর্থে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলায় গাড়ি পার্কিং জোনে চলছে অতিরিক্ত অর্থ আদায়। একটি গাড়ি রাখতে হলে ৫০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে ইজারাদার। এমন অভিযোগ যদিও ইজারাদাররা অস্বীকার করেছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ‘বৃহস্পতিবার মাইক্রোবাস নিয়ে সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় যাই। সেখানে একটি মাইক্রোবাস দুই ঘন্টা পার্কিংয়ের জন্য ৩০০ টাকা নির্ধারিত রয়েছে। কিন্তু তারা ৫০০ টাকার টোকেন দিলো আমাকে। শুধু আমার সাথে নয়, অন্যান্য যাত্রীদের কাছ থেকেও এভাবে টাকা নিচ্ছে। না দিলে হুমকি দিচ্ছে।’
ইজারাদার মো. রেহান উদ্দিন বলেন, ‘আমরা পৌরসভা থেকে জায়গাটা ইজারা নিয়েছি। এইখানে বাস ৩০০ টাকা, মিনি বাস ২০০ টাকা, প্রাইভেটকারসহ বাকি গাড়ি থেকে ১০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনো টাকা নেওয়া হচ্ছে না। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, ‘মেলা কমিটির পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে ইজারাদারদের। সেই চিঠিতে কোন গাড়ির পার্কিং চার্জ কত তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাড়ির সংখ্যা বেড়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে তারা একটু বাড়তি টাকা আয় করে। এমন অভিযোগ আমরা পেয়েছি। আমরা যতটা সম্ভব সব কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি তাদের সাথে বিষয়টি আমরা আলোচনা করেছি।তারা আমাদের কথা দিয়েছে, এই ধরণের কিছু করবে না।’
প্রসঙ্গত, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আনুমানিক সাড়ে তিনশত বছরেরও আগে থেকে শিব চতুর্দশী মেলা শুরু হয়। প্রতিবছর ফাল্গুনি চতুর্দশী তিথিতে দেবাধিদেব মহাদেবের (শিব) পূজাকে কেন্দ্র করে ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের কর্মকর্তা, সাধু-সন্নাসীসহ লাখ লাখ দর্শনার্থীর পদভারে মুখরিত থাকে তীর্থভূমি। এবার সেই শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকাল ৩টা ১২ মিনিট থেকে শুক্রবার বিকাল ৩টা ৪৬ মিনিট পর্যন্ত থাকবে। ফলে এ দুই দিন মেলায় প্রতি বছরের মত কমপক্ষে ৮ থেকে ১০ লাখ দর্শনার্থীর আগমন হতে পারে বলে ধারণা করছে মেলার আয়োজকরা।
আরএ/এমএফও