সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. মাসুদ রানার (৩৭) চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিতসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) ভোর ৪টায় তার মৃত্যু হয়েছে তার।
এ মৃত্যুর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।
মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদরশক (তদন্ত) সাদেকুর রহমান জানান, অগ্নিকান্ডে
মাসুদ রানার শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। শুরু থেকেই আইসিইউতে ভর্তি ছিলেন। বুধবার ভোর ৪টার দিকে মারা যান তিনি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আইএমই/এমএফও