সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ৩০ কাঁচাঘর ঘর পুড়ে ছাই

0

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড বাজার সংলগ্ন বড়ুয়া পাড়া এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে তিন মালিকের অন্তত ৩০টি কক্ষ। বুধবার (৪ মার্চ) দুপুর ২.৫০ মিনিটে রান্নার চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, জহুরুল লাল বড়ুয়া, প্রিয় লাল বড়ুয়া ও অসোক লাল বড়ুয়াসহ তিন মালিকের ঘর প্রায় ৩০টি কক্ষ ছিল সেখানে। আগুনে পুড়ে যাওয়া ৩০টি ঘর সম্পূর্ণ কাঁচা বসতঘর। সেখানে বাস করতো ২৩টি পরিবার।

চট্টগ্রাম সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশারুব হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২টি ইউনিটের ৪টি গাড়ি প্রায় ৩০ মিনিট চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিভতে হতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষ।’

s alam president – mobile

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!