সিসি ক্যামেরার আওতায় আসলো জামালখান লেন

পুরো জামাল খান লেন সিসি ক্যামেরার আওতায় আসলো। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় জামালখান বাইলেন সামাজিক নিরাপত্তা পরিষদের উদ্যোগে সিসি ক্যামেরা প্রকল্পের উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহম্মদ বীরউত্তম।

সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষে আসকার দীঘির পাড় শতদল ক্লাব মাঠে আয়োজিত মতবিনিময় সভায় জামাল খান সামাজিক নিরাপত্তা পরিষদের প্রচার ও দপ্তর সম্পাদক আবু ফরহাদ চৌধুরী সাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, চসিক সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।

এ সময় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগই পারে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে। অপরাধ সংগঠিত হওয়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে পরিবার থেকে মনিটরিং শুরু করতে হবে। জনসম্পৃক্ততাই পারে ভালো কাজের সফলতা আনতে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে অর্থনৈতিক নিরাপত্তাসহ সার্বিক মুক্তি মিলবে। পুলিশ তথা রাষ্ট্রের কাজটি করে মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করেছে জামালখান লেন সামাজিক নিরাপত্তা পরিষদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহীন উল ইসলাম চৌধুরী শাহীন, জামালখান লেন সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চু, সাবেক জেলা জজ অ্যাডভোকেট মনজুর মাহমুদ খান, কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, সংগঠন কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ আব্দুল হাকিম, জাহাঙ্গীর মোস্তফা, তৌহিদুর রহমান তৌহিদ, মহসিন চৌধুরী, আজাদ নিজামুল হক, মোহাম্মদ মাহবুব, আবুল কাসেম, ডা. মোবাশ্বের আমিন রাজিব, হারুন অর রশীদ, অ্যাডভোকেট নার্গিস আলম চৌধুরী, কাজী মাহমুদ, সাফোয়ান আলী।

উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত জামালখান লেন সামাজিক নিরাপত্তা পরিষদ ইতোপূর্বে জনকল্যাণমূলক বহু প্রকল্প বাস্তবায়ন করেছে। আসকার দিঘীর পাড় এলাকায় ৩২টি সিসি ক্যামেরা বসিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। প্রধান অতিথি বেলুন উড়িয়ে সিসি ক্যামেরা প্রকল্পের উদ্বোধন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদমান মাহাদী চৌধুরী।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!