‘সিন্ডিকেট’ ঠেকাতে চট্টগ্রামের খোলাবাজারে পেঁয়াজ বেচবে টিসিবি

পেঁয়াজের বাজারে ‘অরাজকতা’ ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানা গেছে, পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত খোলাবাজারে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি চালিয়ে যাবে টিসিবি।

টিসিবি চট্টগ্রামের পরিচালক জামাল আহমদ চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী রোববার থেকে চট্টগ্রামের বিভিন্ন স্পটে পেঁয়াজ বিক্রির পরিকল্পনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির বৈঠকে নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতির পাশাপাশি পেঁয়াজের মজুদ, আমদানি ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দিয়েছে টাস্কফোর্স কমিটি।’

এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার (৬ সেপ্টেম্বর) দিনভর খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে আভিযান চালার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের ১০ আড়তদারকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এ অভিযানের জের ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় আড়তদাররা।

জানা গেছে, এমন পরিস্থিতিতে সোমবার (৮ সেপ্টেম্বর) চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে বৈঠকে বসেন আড়তদাররা। ওই বৈঠকে স্থলবন্দরের সাথে সঙ্গতি রেখে সীমিত লাভে বা কমিশনে আড়তে পেঁয়াজ বিক্রি করা হলে অযৌক্তিক জরিমানা ও অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন চেম্বার সভাপতি। এরপর খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আবার পেয়াঁজ বিক্রি চালু করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে খাতুনগঞ্জে সোমবার দিনভর পাইকারি পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার বিষয়টি অন্যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সিন্ডিকেট করবে সেটা ভাবাও যায় না। কিন্তু আমাদের দেশে তা হচ্ছে। দেশে ব্যবসা করে দেশকে এগিয়ে নেওয়ার বাসনা নিয়েই ব্যবসা করতে হবে।’

চেম্বার সভাপতি আরও বলেন, ‘ব্যবসায়ীদের ধর্মঘট করার নজির কোনো দেশে নেই। পেয়াঁজ যারা বিক্রি করছে, তারা লাভ করেই বিক্রি করবে। কিন্তু আমাদের এখানে শুধু অরাজকতা দেখা যায়। পৃথিবীর কোথাও এমনটি দেখা যায় না।’

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm