চট্টগ্রাম নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পুনরায় বোর্ড সদস্য মনোনীত হয়েছেন।
তিনি সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ স্টিয়ারিং কমিটির সদস্য, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের সভাপতি ও সাবেক বেসরকারি কারা পরিদর্শকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে যুক্ত আছেন।