চট্টগ্রাম নগরীতে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় সিটি গেট এলাকায় শব্দদূষণের দায়ে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৪৮টি হাইড্রোলিক হর্ন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস।
পরিবেশের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, ‘নগরীতে শব্দদূষণ রোধে সিটি গেটে ২০টি মামলায় ৪৪ হাজার টাকা জরিমাো আদায় করা হয়েছে। সেইসঙ্গে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। এরপর সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।’
আরএ/ডিজে