চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় গার্টেক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের পাশে একটি গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
জানা গেছে, হঠাৎ করে গার্মেন্টসের গুদামে আগুন দেখতে পায় গার্মেন্টস কর্মীরা। গার্মেন্টসের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকালে আগুন লাগার খরব পেয়ে সাথে সাথে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থলে বর্তমানে ছয়টি ইউনিট কাজ করছে।
আরএ/এমএফও