চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রত্যেক ওয়ার্ডের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন।এসময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, নির্বাহী সদস্য আবুল হাশেম, আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, মো. মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মনোরঞ্জন দে, সিডিএফএ সহ-সভাপতি ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিডিএফএ নির্বাহী সদস্য ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, সিডিএফএ নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস ফুটবল কমিটির সদস্য এ এস এম সাইফুদ্দীন চৌধুরী প্রমুখ।
র্যালিতে ৩৯টি ওয়ার্ডের পক্ষ থেকে সুসজ্জিত ট্রাক, ব্যানার, ফেস্টুন ইত্যাদি নিয়ে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।