সিঙ্গাপুর থেকে আসা বিমানে মিললো ১২ কেজি স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ৮ কোটি টাকা মূল্যের ১২ কেজি (১০৩৪ ভরি) স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় অভিযান চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে রাত ১০টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট সার্কেলে (আমদানি কার্গো কমপ্লেক্স) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. ফখরুল আলম বলেন, ‘শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়ে। যার মূল্য বাংলাদেশি টাকায় ৮ কোটি ৪ লাখ। প্রায় ১০৩৪ ভরি পরিমাণের স্বর্ণগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm