সিগারেটের আগুনে পুড়লো বসতঘর

0

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ের মনসা ৮নং ওয়ার্ডে জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগুন লেগে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। জ্বলন্ত বিড়ি-সিগারেটের টুকরো থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে। এতে ২টি বসতঘর পুড়ে গেছে।

সিগারেটের আগুনে পুড়লো বসতঘর 1

s alam president – mobile

এদিকে, আগুনের খবর পেয়ে বুধবার (১ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের কম্বল বিতরণ করেন এবং অনুদান প্রদানের আশ্বাস দেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!