সিএমপি কমিশনার হলেন পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ সভাপতি
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২০ গঠন করা হয়েছে। এ কমিটিতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সহসভাপতি করা হয়েছে সিএমপি কমিশনার মাহবুবর রহমানকে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বাংলাদেশ পুলিশে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন। ৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ৪০তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
১২১ সদস্যের এ কমিটির মেয়াদ এক বছর। বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তা রয়েছেন ৩ হাজার ৮৮ জন।
এসএ/সিপি