চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিএমপি কার্যালয়ে সিএমপির নতুন কমিশনারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ বলেন, সুশৃঙ্খল শান্তিময়, চট্টগ্রাম শহর দেখতে চাই। এ শহরের আইনশৃঙ্খলা উন্নতিতে সম্পাদকরাও ভূমিকা রাখতে পারে।
সিএমপি কমিশনারের কাছে এ সময় সংগঠনের বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকত এবং চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি আয়ান শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি এম আলী হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, জসিম উদ্দিন, চৌধুরী হাছান মাহমুদ আকবরী, আশিষ নন্দী, হাবিবুর রহমান।