সিএমপির ৯ থানায় নতুন ওসি

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) নয়টি থানায় নতুন ওসি নিয়োগ পেয়েছেন। থানাগুলো হচ্ছে— পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালী, কর্ণফুলী, হালিশহর, চকবাজার, সদরঘাট, চান্দগাঁও ও ইপিজেড থানা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমানকে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবি-পশ্চিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি), উপ-পুলিশ কমিশনার বন্দরের পুলিশ পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

এছাড়া পিআর শাখার পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবি-পশ্চিমের পুলিশ পরিদর্শক রমিজ আহমদকে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক মো. আফতাব উদ্দিনকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আখতারউজ্জামানকে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত অপর এক আদেশে পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কাজী মুহাম্মদ সুলতান আহসানকে পদায়ন করা হয়। একই আদেশে পুলিশ পরিদর্শক কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে বন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm