সিএমপির লতা পারভীন সাউথ এশিয়ান কারাতের বিচারক

বিভিন্ন দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় জাজ এবং রেফারি প্যানেল থেকে প্রতিযোগিতা পরিচালনা করবেন পুলিশের কারাতে কন্যা বলে খ্যাত সহকারী উপ পরিদর্শক (এএসআই) লতা পারভীন।

আগামী ৭ থেকে ৯ নভেম্বর ঢাকায় ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় কারাতে দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা পরিচালনা করবেন বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত কারাতে কন্যা লতা পারভীন। তিনি প্রতিযোগিতায় জাজ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিযোগিতার জন্য গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য এবং ওমেন উইংসের সদস্য সচিব হিসেবেও মনোনীত হয়েছেন।

বিশ্ব কারাতে ফেডারেশন থেকে পাস করা লতা পারভীন বাংলাদেশের একমাত্র মহিলা জাজ, যিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমোদনক্রমে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ হিসেবে ইতোপূর্বে ভারত, শ্রীলংকা, দুবাই ও উজবেকিস্তানে সম্পন্ন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন। তিনি সিএমপি কারাতে দলের সহকারী কোচ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি।

এসএএস/এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!