সিএমপির বড় তিন পদে পরিবর্তন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন পদে পরিবর্তন এনেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

বুধবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তন আনা হয়।

নতুন এই আদেশে দেখা যায়, আর পশ্চিম বিভাগে ডিসি মো. আব্দুল ওয়ারীশকে ডিসি সদর হিসেবে পদায়ন করা হয়েছে।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দীনকে পশ্চিম বিভাগে পদায়ন করা হয়।

এছাড়া ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!