সিএমপির বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বৃষ্টিস্নাত চট্টগ্রাম মহানগর। বেজে উঠলো দুর্গ শীর্ষে তুর্য ধ্বণি। মোটরক্যাড শোভাযাত্রাবেষ্টিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রবেশ করলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে তিনটায় ক্রীড়া প্যারেডের ব্যানার সংযুক্ত বেলুন উড়িয়ে, মশাল জ্বালিয়ে এবং ক্রীড়া সালামি গ্রহণের মাধ্যমে উদ্বোধন ঘোষিত হলো সিএমপির ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’র।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

s alam president – mobile

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুনাক সিএমপির সভানেত্রী রীতা দাস ছাড়াও এবং পুলিশের উর্ধতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন শেষে মোট ৩২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়— এই তিনটি ক্যাটেগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!