সিএমপির বন্দর বিভাগ ও পিওএমে নতুন ডিসি পদায়ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই উপ পুলিশ কমিশনার (ডিসি) পদে নতুন পদায়ন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, উপ পুলিশ কমিশনার (ডিসি) নেছার উদ্দিন আহমেদকে একই পদমর্যাদার সিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) দায়িত্ব পালন করেছিলেন।

একই আদেশে উপ পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে বন্দর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) হিসেবে এবং ২০২১ সালের ১৪ নভেম্বর ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি র্যা ব-৪, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, এপিবিএন এবং মাদারীপুর জেলাসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

২৮ ব্যাচের বদরুল আলম মোল্লা ফেনীতে যোগদানের আগে যুক্তরাজ্যে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড টেরোরিজম’র ওপর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনি এএসপি পদে যোগদান করেছিলেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm