সিএমপির এডিসিসহ পুলিশের ১১ কর্মকর্তার বদলি

গত ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২১৫ জন কর্মকর্তার নতুন কর্মস্থলে বদলির মধ্যে ছিল সিএমপিরও বেশ কয়েকজন কর্মকর্তা। তখন চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) থাকা বেশ কয়েকজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একসঙ্গে পদোন্নতি পেয়েছিলেন উপ-পুলিশ কমিশনার হিসেবে। বান্দরবান ও লালমনিরহাট থেকেও উপ-পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রামে আসছেন আরও দুজন। এবার ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরান ভুঞাকে পুলিশ একাডেমি সারদায় বদলি করা হয়েছে।

গত রোববার (২৮ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। সেই আদেশে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, পিবিআই, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম ফজলুল হককে র্যা বে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরান ভুঞাকে পুলিশ একাডেমি সারদায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মৌসুমী মন্ডলকে ঢাকা এসবিতে, বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামালকে ডিএমপিতে, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ঢাকা এসবিতে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলামকে ঢাকাস্থ ৫ম এপিবিএনে ও পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!