সিএমপিতে নতুন ওসি/ চান্দগাঁওতে কালাম, আকবর শাহতে মোস্তাফিজ

পুলিশ সদর দপ্তরের আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও ও আকবর শাহ থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির একদিনের মাথায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার মাহবুবর রহমান চান্দগাঁও থানায় আবুল কালাম আজাদ ও আকবর শাহ থানায় মোস্তাফিজুর রহমানকে পদায়নের এ আদেশ দেন।

এর আগের দিন মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে আসা এক আদেশে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার ও আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিনকে বদলি করা হয়েছিল। তখন কাউকে পদায়ন করা না হলেও একদিনের মাথায় নগর গোয়েন্দা পুলিশ থেকে আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমানকে দুই থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

আকবর শাহ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান এর আগে সিএমপির কোনো থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন না করলেও আবুল কালাম আজাদ এর আগে ইপিজেড, বায়েজিদ ও চকবাজার থানায় বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। তবে বায়েজিদ ও চকবাজার থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বির্তক উঠায় কম সময়ের ব্যবধানে তাকে বায়েজিদ ও চকবাজার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm