চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তিন উপ পুলিশ কমিশনার (ডিসি) এবং দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদকে সিএমপি সদর দপ্তরে বদলি করে নতুন ওসি হিসেবে সিটিএসবির মো. আবদুর রহিমকে পদায়ন করা হয়েছে।
একই আদেশে আকবর শাহ থানার ওসি রোজিনা খাতুনকে সিএমপির প্রসিকিউশন শাখায় বদলি করে সদরঘাট থানায় নতুন ওসি হিসেবে ডিবি উত্তরের মো. কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পৃথক এক আদেশে সিএমপির তিন উপ-পুলিশ কমিশনার পদেও রদবদল হয়েছে। উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরীকে (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) সিএমপির পিওএম শাখায়, ট্রাফিক দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খানকে মহানগর ডিবি পশ্চিমে এবং সিএমপির পিওএম শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খানকে নগরীর ট্রাফিক দক্ষিণ শাখায় বদলি করা হয়েছে।
মো. ফেরদৌস আলী চৌধুরীকে গত ২৩ জুন রংপুর জেলা পুলিশ সুপার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়। বদলির আগ পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন।
মাহবুব আলম খান বদলির আগ পর্যন্ত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে ট্রাফিক দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ লিয়াকত আলী খান গত বছরের ২৬ নভেম্বর পিওএম বিভাগে পদায়ন করা হয় হয়। বদলির আগ পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন।
এদিকে দুই ওসি রোজিনা খাতুন ও রজিদ আহমেদকে সাড়ে তিন মাসের মাথায় বদলি করা হয়েছে। গত বছরের ১২ সেপ্টেম্বর দুজনকে যথাক্রমে আকবরশাহ ও সদরঘাট থানার দায়িত্ব দেওয়া হয়। আকবরশাহের যোগদানের আগে রোজিনা পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। রোজিনা খাতুন সিএমপির দ্বিতীয় নারী ওসি।
এছাড়া রমিজ আহমেদ সদরঘাটের দায়িত্ব নেওয়ার আগে গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক ছিলেন। কক্সবাজারের বাসিন্দা রমিজ চট্টগ্রাম জেলার মিরসরাই থানা, সিএমপির বাকলিয়া থানার ওসি (তদন্ত)সহ আরও বেশ কিছু ইউনিটে দায়িত্ব পালন করেন।
জেজে/ডিজে