চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল এসেছে। এই রদবদলে দুই থানার ওসি ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি) দুটি পদে এসেছে পরিবর্তন।
সবমিলিয়ে বদলি করা হয়েছে মোট ১২ জন পুলিশ পরিদর্শককে। টিআই ও পিআই বদলালো ৬ থানায়।
রোববার (২০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়েছে।
এই আদেশ অনুযায়ী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়াকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মো. আরিফ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে হালিশহরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমলেন্দু বিকাশ চন্দকে পাহাড়তলীতে, পাহাড়তলীর টিআই সন্তোষ ধামেইকে ইপিজেডের পিআই, খুলশীর টিআই সালাহ উদ্দীন মামুনকে হালিশহরে, বাকলিয়ার পিআই মো. মুহিবুর রহমানকে সদরঘাটের টিআই, ইপিজেডের পিআই মো. আবদুস ছবুরকে খুলশীর টিআই করা হয়েছে।
এছাড়া ট্রাফিক কন্ট্রোল রুমের পরিদর্শক মো. মাছউদুর রহমানে বাকলিয়ার পিআই করা হয়েছে।
আরএম