সিএন্ডবিতে রাইডার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

0

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন ।

বৃস্পতিবার (৫ মার্চ) সিএন্ডবি এলাকায় রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন- বাবুল (৩০), সৈয়দ নূর (৫০) ও সাজ্জাদ (২৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিএন্ডবি মোড় ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনের সড়কে একটি রাইডার ও সিএনজি অটোরিকশা মুখোমুথি সংর্ঘষে ৪ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

s alam president – mobile

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক ব্যক্তিকে চমেকে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!