সিএনজি অটোরিকশায় ঘুরে ছিনতাই করে তারা, দুজন ধরা

দুই ছিনতাইকারী আকবর ও হারুন। সারাদিন সিএনজি অটোরকিশায় চড়ে ঘুরে, টার্গেট দেখলেই নেমে যায়। এরপর সুযোগ বুঝে ছিনতাই করে পালিয়ে যায় তারা।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশ ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করার পর জানা গেছে এমন তথ্য।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর ডবলমুরিং থানার আবিদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার সূত্রে জানা যায়, আকবর ও হারুন পেশাদার ছিনতাইকারী তাদের কাজই সিএনজি চড়ে ঘুরে, টার্গেট দেখলে নেমে যায়।

সোমবার দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারি ম্যানের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ওই ডেলিবারি ম্যানের চিৎকার শুনে আশেপাশের লোক এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘পেশায় ছিনতাইকারী আকবর ও হারুন। আজকে দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারি ম্যানের ৯ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করলে আশেপাশে লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।’

ওসি মহসীন জানান, ‘গ্রেপ্তারকৃত আকবরের বিরুদ্ধে ২টি এবং হারুনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। ’

আরএ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm