সেন্ট্রাল রেলওয়ে ভবন (সিআরবি) বাংলাদেশ রেলওয়ে পূজা উদযাপন ও কল্যাণ পরিষদের উদ্যোগে উদযাপন করা হয়েছে সরস্বতী পূজা। এছাড়া পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সিআরবির (সাত রাস্তার মোড়) হাসপাতাল কলোনি কেন্দ্রীয় পূজা মন্দিরে এসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে (পূর্ব) প্রধান অর্থ অধিকর্তা অজিত কান্তি রুদ্র।
এতে স্মরণিকা ও মোড়ক উন্মোচন করেন রেলওয়ে (পূর্ব) সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. জি পি সাহা।
অনুষ্ঠানের সভাপতি বাবুল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার ভদ্রের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাশ, লক্ষ্মণ চন্দ্র কাচু, তাপস চন্দ্র দে, আশীষ কুমার চৌধুরী, চট্টগ্রামের ডিএফএ (স্টোর) সুকেন্দ্র নাথ হালদার, ডিএফএ (সদর) দিলীপ কুমার কীর্তনীয়া, মাধব চন্দ্র মল্লিক, মিহির কুমার সরকার, পংকজ মণ্ডল, শান্তনু দাশ, যদু গোপাল নাথ, রবীন্দ্র চন্দ্র দাশ, শ্যামল চন্দ্র দাশ।