দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেট উন্মাদনায় মুখর চট্টগ্রাম। বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে সোমবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

এর আগে রোববার দুপুরে সিআরবির শতবর্ষী রেলওয়ে ভবনের সামনে ট্রফি উন্মোচন করা হয়। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ট্রফিটি যৌথভাবে উন্মোচন করেন।
উন্মোচনের পর সাগরিকার মাঠে ব্যাটিং–বোলিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং ও শারীরিক প্রস্তুতি নেয় টাইগাররা। সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, “আমি চাই দল চ্যালেঞ্জ নিতে শিখুক। তবেই বিশ্ব মঞ্চে সফল হব।”
সিরিজ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে সিএমপি। বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড মাঠ ও আশপাশে টহল দিচ্ছে। দর্শকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


