রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের সিআরবি দলীয় ব্যানার লাগানো নিয়ে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রেলওয়ের সিআরবিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক দলে পেয়ার আহম্মেদের অনুসারী ও এম আর মঞ্জুর অনুসারীদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে। দু’জনই নিজেদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক দাবি করে আসছেন।
আরও জানা গেছে, সিআরবিতে পেয়ার আহম্মেদ অনুসারীরা বুধবারের বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ব্যানার লাগায়। সেখানে সিআরবি শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম বাবু ও সম্পাদক হিসেবে আলী আফতাব মাহমুদ খানের নাম উল্লেখ করা হয়। কিন্তু এম আর মঞ্জুর অনুসারীরা এসে সেই ব্যানার খুলে ফেলতে চায়। এ সময় দু’গ্রুপের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পেয়ার আহম্মেদ পক্ষের নেতৃত্ব দেওয়া মো. মনিরুল ইসলাম বাবু বলেন, পেয়ার আহমেদের কমিটি বৈধ। আমাদের দলীয় কর্মসূচিতে এম আর মঞ্জুর অনুসারীর বাধা সৃষ্টি করছেন। বুধবার সিআরবি আমাদের কর্মসূচি চলবে।
তবে কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করা এম আর মঞ্জু বলেন, তারা বেআইনিভাবে দলের কর্মসূচি আহ্বান করেছে। আমাদের ৩৫ সদস্য কমিটিই বৈধ।
জেএস/ডিজে