চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলার মাঠে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশীয় বস্ত্র ও জামদানী মেলা।
বাংলাদেশ জামদানী ম্যানুফাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোশিয়েশনের সহযোগিতায় এবং পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।
সভাপতি মো. হান্নান ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ জানান, মাসব্যাপী দেশীয় পণ্য ও জামদানী বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। মেলার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে স্টল সাজসজ্জার কাজ। মেলায় থাকবে ৩৫টি স্টল। এসব প্রদর্শনী কেন্দ্রে দেশীয় বিভিন্ন পণ্যের পসরা
বসানো হবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা সহ অন্যান্য খেলাধুলা থাকবে বলেও জানান
আয়োজকরা।
মেলায় প্রবেশের জন্য থাকছে না কোন টিকেট। বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে। ৮ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
তারা জানান, বাংলাদেশের সুদীর্ঘ ঐতিহ্য টেক্সটাইল জামদানী। মসলিনের অসংখ্য ধরণের সর্বশেষটি হলো জামদানী। এর ইতিহাস কয়েকশ বছরের। একসময় প্রায় হারিয়ে যেতে বসা জামদানীর পুন:জাগরনের উদ্যোগ আসে আশির দশকে। দেশীয় পণ্য ও জামদানি পণ্যকে টিকিয়ে রাখতে দেশের পাশাপাশি বিশ্ববাজারেও এ পণ্যটিকে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।