সিআরবিতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর সিআরবিতে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাত রাত দেড়টার দিকে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছনে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন ওরফে ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা ওই এলাকায় যাত্রী ও পথচারীদের ছোরার ভয়-ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র লুট করতো। রোববা রাতেও তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

পাঁচ ছিনতাইকারীর বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm