হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয় সড়কের পাশে ৩৪ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা ৮০ শতক সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ জমির মূল্য সাড়ে তিন কোটি টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।
হাটহাজারী ইউএনও রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা মো. চুরুত মিয়া ও পশ্চিম পট্টির বাসিন্দা মনিরুজ্জামান প্রায় ৮০ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বিষয়টি অবগত হয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং সরকারি জায়গা উদ্ধার করি। উদ্ধারকৃত ওই জায়গার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।’
হাটহাজারী মডেল থানা পুলিশ এবং সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকতার কামাল চৌধুরী, ভূমি অফিসের সার্ভেয়ার উচ্ছেদ কাজে সহায়তা করেন বলে জানান তিনি।
টিএম/এমএফও