চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সাড়ে ৩৮ হাজার ইয়াবাসহ সুমন বড়ুয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার সুমন বড়ুয়া নোয়াখালী জেলার সেনবাগ থানার মতৈন বড়ুয়াপাড়ার বেনু মাধব বড়ুয়ার ছেলে।
রোববার (৮ নভেম্বর) উপজেলার ভাটিয়ারী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনের দায়ে একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ফেনী এলাকায় ইয়াবা আসছে এমন খবর পেয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসা একটি ট্রাকে তল্লাশি করে টুলবক্সের ভেতরে লুকানো অবস্থায় ৩৮ হাজার ৫৭৫ ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা ব্যবসায়ী সুমন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
সিএম/এএইচ