সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ সভা রূপ নিল সম্প্রীতি সমাবেশে

‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’, ‘সাম্প্রদায়িকতা নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’, ‘দিন শেষে মনে রবে বন্ধুর নীরবতা’— এরকম বিভিন্ন শ্লোগানে প্ল্যাকার্ড হাতে যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে হিন্দু সম্প্রদায়ের নানা পেশার লোকজন বিক্ষোভ প্রদর্শন করেন।

সম্প্রতি দুর্গাপূজায় বাংলাদেশের জেলায়-জেলায় হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরে প্রবাসী সনাতন হিন্দু ধমালম্বীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আরাকানসাস, হিউস্টন, ডালাসসহ বেশ কিছু শহরে শনিবার প্রতিবাদী আয়োজন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে সনাতন হিন্দু ধমাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষীপূজা প্রতিবাদের ভাষায় পরিণত হয়। পুজায় আগত সবার চোখে-মুখে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে শঙ্কাবোধ কাজ করে। সবার একই প্রশ্ন— কেন ঐতিহ্যের সম্পৃতির দেশে রক্তাক্ত শারদ?

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ সভা রূপ নিল সম্প্রীতি সমাবেশে 1

সভায় যোগ দিতে আসা পিএইচডি শিক্ষার্থী অন্তরা জানান, ওইদিন বাংলাদেশের ময়মনসিংহ শহরে কেউ মন্দিরে পুজা দিতে যেতে পারেননি।

উচিটা শহরের এই প্রতিবাদ সভা কিছুক্ষণের মধ্যে সম্প্রীতি রক্ষার সমাবেশে পরিণত হয়। হাতে হাতে মিলিয়ে এতে যোগ দেন ক্যানসাস মিডকন্টিনেন্ট বাংলাদেশ কমিউনিটির সভাপতি মাহপেরা করিম, ড.আনওয়ারসহ অনেকেই।

সভা শেষে সবাই লক্ষীপূজায় অংশ নেন। নানা রঙের বাহারি ফুল, সুস্বাদু ফল, চন্দন, ঘাস, স্বচ্ছ জল ছিটিয়ে উচিটা শহরে হিন্দু সম্প্রদায়ের ঘরে-ঘরে গত শনিবার রাতে হয়ে গেল লক্ষীপূজা।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ সভা রূপ নিল সম্প্রীতি সমাবেশে 2

এদিন সূর্যাস্তের সাথে-সাথে ধনের দেবী লক্ষীপূজা শুরু হয়। ধর্মবীরের নামে পূজা শুরু করেন পুরোহিত শুভেচ্ছা চক্রবর্তী। ২২ পদের ফুলফল দিয়ে সাজানো পূজামন্ডপ। আলো ঝলমলে পরিবেশে চারদিক থেকে উলুধ্বনি ও শাঁখা বাজানো হয়। দেবী লক্ষীর বেদীতে একেক করে সবাইকে পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়।

এরপর পূজায় আসা অতিথিদের মধ্যে নানা পদের মুখরোচক প্রসাদ বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm