সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

লাখো হিন্দুর সমাবেশ

দেশে হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এতে চট্টগ্রাম নগরীতে লাখো হিন্দুর ঢল নামে। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশ।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম 1

শনিবার (১০ আগস্ট) নগরীর চেরাগী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী মোড়, জামালখান, নন্দনকাননসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সরেজমিন দেখা গেছে, বিকাল ৪টার আগে থেকেই চেরাগী মোড় ও আশপাশের এলাকায় লোকজন আসতে থাকে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিক লোকের সমাগম বাড়তে থাকে। এ সময় আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান থেকে নন্দনকানন পর্যন্ত জড়ো হয় হিন্দু লোকজন।

সমাবেশে ‘আমরা কেন স্বাধীন নই’, ‘আমার মন্দিরে হামলা কেন?’, ‘দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী নির্যাতন ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এছাড়া সরকারি উদ্যোগ ক্ষতিগ্রস্ত ঘর, মন্দিরসমূহ নির্মাণ করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাম্প্রদায়িক হামলা বন্ধ, হামলাকারী চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ায় সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী ১১ আগস্ট বিকাল ৩টায় নগরীর আন্দরকিল্লা চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলো সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm