সামারসেট ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হলেন চট্টগ্রামের মোহামেডান ব্লুজের সাবেক খেলোয়াড় ও নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হায়দার খান। এছাড়া প্রধান নির্বাহী করা হয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল দলের সাবেক খেলোয়াড় শিবলী নোমান রিফাতকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশীতে একাডেমির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক দিদার হোসেনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক কাজী তাইফুর জুনায়েদ তানিম, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন, শওকত জামিল, শাহাদাত হোসেন নয়ন, মো. শাহেদ হোসেন ও মো.বিপ্লব রানাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
সভায় একাডেমির কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন সামারসেট ক্রিকেট একাডেমির কো-ফাউন্ডার ও সাবেক ক্রিকেটার আব্দুল কাদের সিদ্দিক।