করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন যখন রাতদিন মাঠ পর্যায়ে কাজ করছে। তখনই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফাজিলখাঁর হাটে সামাজিক দূরত্ব বজায় না রেখে বসে সাপ্তাহিক বাজার। হাটে ছিল উপচেপড়া ভিড়। মানুষের সয়লাব হচ্ছে প্রতিনিয়ত। রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকেই।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার ফাজিলখাঁর হাটে বসেছে সাপ্তাহিক হাট-বাজার। এতে সৃষ্টি হয়েছে প্রচুর জনসমাগম। যেখানে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সবাইকে বলা হচ্ছে সেখানে নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে বাজারে আসা সাধারণ মানুষ এবং আগের মতো হচ্ছে ক্রেতা সমাগম।
ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বিকাল ৫টার পর বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা অনেক স্থানে মানা হচ্ছে না। উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও মানছে না সাধারণ মানুষ।
এদিকে রোববার (১২ এপ্রিল) উপজেলার প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁচা বাজার, ফলের দোকান, মাংস, মুরগীর দোকান, মাছের বাজার ও সাপ্তাহিক হাট-বাজারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এজে চৌধুরী কলেজ মাঠে কলেজ বাজার ও ক্রসিং হাট, ফয়জুল বারী সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফকিরনীর হাট, দৌলতপুর কৃষি ব্যাংকের সামনে মাঠে ফাজিলখাঁর হাট, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে চরলক্ষ্যা বোর্ড বাজারের হাট, শাহ্ আমানত সেতুর নিচের মাঠে মাস্টার হাট ও চলপাথারঘাটা ব্রিজঘাট রোডের পশ্চিম পাশের মাঠে ব্রিজঘাট হাটসহ বিভিন্ন এলাকার বাজারগুলোকে করোনা সংক্রমণ রোধে ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও খেলার মাঠে বাজার বসানো নির্দেশ দেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলো স্কুল, কলেজ, মাদ্রাসার মাঠে আগামীকাল (মঙ্গলবার ১৪ এপ্রিল) থেকে স্থানান্তর করার নির্দেশ দিয়েছি। প্রতিটি সারি মধ্যে ১৫ ফুট জায়গা রাখার কথাও বলা হয়েছে সবাইকে। এছাড়া, দোকানগুলোও নিরাপদ দূরত্বে বসানো হবে।
তিনি আরও বলেন, জনসমাগম পেলে তা ভেঙে দিচ্ছি এবং মানুষদের বোঝানোর চেষ্টা করছি। নির্দেশনা বাজার করতে আসা ক্রেতারা যেন দ্রুত কেনাকাটা শেষ করে হাট ত্যাগ করেন সে জন্যও নজরদারীতে থাকবে প্রশাসন। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ