সাবেক সামরিক সচিব জয়নুল আবেদীন শোকসভার প্রস্তুতি সম্পন্ন

ভোজসভায় খাবেন ২৫ হাজার লোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মরহুম মিয়া মো. জয়নুল আবেদীনের নাগরিক শোকসভার প্রস্তুতি সম্পন্ন হতে চলেছে। দুই-এক দিনের মধ্যে মঞ্চ সজ্জা ও আপ্যায়নসহ সভার সকল কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সভার তত্ত্বাবধানকারী চট্টগ্রাম জেলা পরিষদ ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আনোয়ার কামাল।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সভাস্থল পরিদর্শন করে শোক সভা সংশ্লিষ্ট সমন্বয়কারীদের সভার অগ্রগতি সম্পর্কে অবগত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম। এর আগে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসাইন মাহমুদ সভা ও আপ্যায়নস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আনোয়ার কামাল বলেন, আগামী ২২ জানুয়ারি সকালে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতকানিয়া-লোহাগাড়া নাগরিক কমিটির উদ্যোগে মরহুম মিয়া মো. জয়নুল আবেদীনের শোক সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মরহুমের বড় ভাই মো. ইসমাইল মানিক। এছাড়া সংসদ সদস্য, সচিব, সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সভা শেষে মরহুমের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিবেন অতিথিবৃন্দ। ২৫ হাজার লোকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকছে। অন্যদিকে সরকারি বাহিনী ছাড়াও সভাস্থল ও আপ্যায়নের কাজে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm