সাবেক মেয়র নাছির করোনায় আক্রান্ত

এক সপ্তাহধরে জর না কমায় করোনার শংকা নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে জানানো হয় মেয়রের কাছ থেকে সকালে নেয়া নমুনায় রয়েছে করোনার জীবাণু।

পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌’সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। সন্ধ্যা নাগাদ তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’

তবে আজম নাছির উদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সামান্য জ্বর ছাড়া তার শরীরে আর কোন উপসর্গ নেই।

অন্যদিকে, পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকালে প্রথমে উনাকে (মেয়র নাছিরকে) আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরে সব চেক আপ শেষে যখন দেখা গেল উনার সব কিছুই ঠিকঠাক আছে তখন আমরা উনাকে কেবিনে স্থানান্তরিত করি। এখন তিনি কেবিনেই আছেন।

এআরটি/এমএহক

ksrm