সাবেক পুলিশ কনস্টেবলকে কক্সবাজারে কুপিয়ে খুন

কক্সবাজারের ভারুয়াখালীতে পুলিশের সাবেক এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। তার নাম নবাব মিয়া (৪৫)।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে এবং পুলিশের সাবেক কনস্টেবল।

নিহতের ছোট ভাই ও আইনজীবী শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগে দেন। এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়।

এর জেরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদুল শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে আসার পথে দিদার মিয়াসহ তার লোকজন নবাব মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।

পরে গুরুতর অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হত্যাকান্ডের পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানান ওসি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm