সাবেক জিএস মঈনুলের মৃত্যুবার্ষিকীতে এমইএস কলেজ ছাত্রলীগের নানা কর্মসূচি

ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মঈনুল করিম চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রলীগ। এরমধ্যে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত শেষে স্মরণসভা করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাদে জোহর নামাজ শেষে কলেজ জামে মসজিদে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশেষ মোনাজাত শেষে চট্টগ্রাম নগরীর হযরত খাজা গরীবুল্লাহ শাহ মাজারে প্রাঙ্গণে মঈনুলের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। বিকালে নগরীর জিইসি মোড়ে রোজাদার ও গরিবদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, মঈনুল করিম চৌধুরীর প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। যারাই রাজনীতি করেছেন তাদের অবদান ভুলার নয়। একজন রাজনৈতিক কর্মীর জীবনের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে, মৃত্যুর ২৭ বছর পরও তাকে স্মরণ করা। তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান করা মানে প্রতিটি রাজনৈতিক কর্মীর মনে গেঁথে থাকা।

বক্তারা আরও বলেন, এখনকার প্রজন্মের রাজনৈতিক কর্মীরা মঈনুল করিম চৌধুরীকে দেখেনি। কিন্তু আদর্শিক কর্মী হওয়ার কারণেই প্রজন্মের পর প্রজন্ম তাকে স্মরণ করছে সবাই।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ এম রেজাউল করিম চৌধুরী, মরহুম মঈনুল করিম চৌধুরীর বড় ভাই রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, কলেজ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম রাসেল, তোফায়েল আহমেদ মামুন।

আরও উপস্থিত ছিলেন ইমাম উদ্দীন নয়ন, আজিম উদ্দীন তালুকদার, আবু সাঈদ মুন্না, ইউসুফ আলী বিপ্লব, আব্দল্লাহ আরমান, একে নঈম, ফোরকান বিন কামাল, মামুন হোহেন, শাকিল চৌধুরী, আলিফ শুভ, হাসান তারে সায়েম, হিমেল হোসেন, শহীদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm