চট্টগ্রাম নগরীর হালিশহরে নকল ডেটল সাবান তৈরি করে বাজারজাত করছিল এক যুবক। অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে নকল সাবানসহ ধরা পড়েন তিনি।
আটক যুবকের নাম শফিকুল ইসলাম আরিফ (২২)।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হালিশহর ঈদগাঁ এলাকার একটি টিনশেডের ঘর থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) নিশ্চিত করে।
আটকের সময় ৪ হাজার ৮০০ পিস হলুদ রঙের নকল ডেটল সাবান, ৫ হাজার ২৫০ পিস সাবানের খালি মোড়ক, ১টি পিতলের ডাইস সম্বলিত দেশীয় তৈরি যন্ত্র জব্দ করা হয়েছে।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘দেশীয় তৈরি যন্ত্রের মাধ্যমে নকল ডেটল সাবানসহ শফিকুল ইসলাম আরিফকে আটক করা হয়। শফিকুল বিভিন্নভাবে সাবান কিনে এনে তার ওপর ডাইস দ্বারা ডেটল নাম মোহরাঙ্কিত করে মোড়কজাত করতো। এসব সাবান বাজারজাত করার উদ্দেশে তৈরি করছিল।’
আটক আসামির বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আরএ/ডিজে